করোনা আপডেট: দেশে আক্রান্ত ৮৭৩, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ১৪৯
ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা সংক্রমণ ঠেকাতে দেশ জুড়ে লকডাউন শুরু হয়েছে বটে, কিন্তু, দেশে করোনায় আক্রান্তের সংখ্যাটা ক্রমেই উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যাচ্ছে। দেশে এখনও পর্যন্ত মোট ৮৭৩ জন সংক্রমিত হয়েছেন। তবে ভাবনার বিষয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪৯ জন।
নতুন সংক্রমিতদের মধ্যে শুধুমাত্র শুক্রবারেই আক্রান্ত হয়েছেন ১৪০ জন, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। শনিবার নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৯ জন। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ১৯ জনের। তবে সুস্থও হয়ে উঠেছেন ৭৯ জন।
করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। সেখানে ১৮০ জন সংক্রমিত হয়েছেন। তার পরেই রয়েছে কেরল। সেখানে করোনায় আক্রান্ত ১৪৯ জন। দেশে মোট করোনা আক্রান্তের মধ্যে ৮২৬ জন ভারতীয়। রয়েছেন ৪৭ জন বিদেশিও।

• করোনা মোকাবিলায় ২ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা রাজস্থান সরকারের
• কাশ্মীরে করোনার জন্য ১১টি বিশেষ হাসপাতাল চিহ্নিত
• লকডাউন ভাঙার জন্য ৩২৯টি এফআইআর দায়ের কাশ্মীরে
• করোনা সংক্রমণ থেকে এখনও মুক্ত ঝাড়খণ্ড
• সমস্ত বেসরকারি গাড়ি থেকে টোল সংগ্রহ বন্ধ করল কেন্দ্রীয় সরকার

• জয়পুরের ৭টি জায়গায় কার্ফু জারি করা হল
• মধ্যপ্রদেশে আপাতত বন্ধ করা হল মদের দোকান
• বেসরকারি চিকিৎসকদের ক্লিনিক খোলা রাখার আবেদন করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে
0 Comments