বাড়িতে বসে তৈরি করে ফেলুন হ্যান্ড স্যানিটাইজার

বাড়িতে বসে তৈরি করে
ফেলুন হ্যান্ড স্যানিটাইজার 

All Bengali Newspapers

করোনা আতঙ্ক ছড়াতেই বাজারে আকাল অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজারের। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কয়েকটি সহজলভ্য উপাদান দিয়ে তৈরি করে ফেলা যায় হ্যান্ড স্যানিটাইজার। মনে রাখবেন, অ্যালকোহলের মাত্রা ৭০ শতাংশ বা তার উপরে থাকতে হবে।
পদ্ধতি-১
আইসোপ্রোপাইল অ্যালকোহল (আইপিএ) (৭০ শতাংশ), হাইড্রোজেন পারঅক্সাইড (৩ শতাংশ), গ্লিসারল (৯৮ শতাংশ), সংগ্রহ করতে পারেন বাজারের ওষুধের দোকান থেকেই। তারপর একটি মাপক পাত্র নিয়ে ৮৫.৭১ মিলি আইপিএ, ৪.৭১ এমএল হাইড্রোজেন পারঅক্সাইড এবং ১ এমএল গ্লিসারল মিশিয়ে আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রাখা জল দিয়ে ১০০ এম এল পর্যন্ত পরিমাণ করে ফেলুন। তারপর মিশ্রণটি একটি পরিষ্কার কাচের বা প্লাস্টিকের পাত্রে রেখে ব্যবহার করুন।
পদ্ধতি-২
ক্লোরোফর্ম স্পিরিট (৯০ শতাংশ অ্যালকোহল), গ্লিসারিন (১০ শতাংশ) এবং প্রয়োজন মতো জল দিয়ে তৈরি করে ফেলুন।
পদ্ধতি-৩
যদি আইসোপ্রোপাইল অ্যালকোহল বাজারে না পাওয়া যায় সেক্ষেত্রে ইথানল ব্যবহার করা যেতে পারে। ১ লিটার স্যানিটাইজার তৈরি করার জন্য ৮৩৫ এমএল ইথানল, ৪০ এমএল হাইড্রোজেন পার অক্সাইড এবং ১৫ এমএল গ্লিসারিনের সঙ্গে ১১০ এম এল জল মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে পরিষ্কার কাঁচ বা প্লাস্টিকের বোতলে রেখে ব্যবহার করুন।
পদ্ধতি-৪
তিনভাগ আইসোপ্রোপাইল অ্যালকোহলের সঙ্গে একভাগ অ্যালোভেরা জেল মেশান। সুগন্ধের জন্য যে কোনও সুগন্ধী তেল (লবঙ্গ, ইউক্যালিপটাস তেল) অল্প মাত্রায় মেশাতে পারেন। আফটার শেভ লোশন বা যে কোনও ভোজ্য তেলও (বাদাম বা অলিভ অয়েল) ব্যবহার করা যেতে পারে।
পরামর্শে—
*ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সেলর ফ্যাকাল্টি হেড (ট্রেনিং) এবং অ্যাকাডেমিক মেম্বার এবং রাজ্যের প্রাক্তন ডেপুটি ড্রাগস কন্ট্রোলার অভিজিৎ চক্রবর্তী ও মৌলানা আব্দুল কালাম আজাদ ইউনিভার্সিটি অব টেকনোলজির ফ্যাকাল্টি ডঃ শুভাশিস দাঁ

Post a Comment

0 Comments