শিশুদের কখন অপারেশন
প্রয়োজন, আলোচনা সম্মেলনে
ইন্ডিয়ান সোসাইটি অব পেডিয়াট্রিক নিউরোসার্জারির বার্ষিক সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হল। পার্ক ক্লিনিক ও সংগঠনটির যৌথ উদ্যোগে আয়োজিত সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মেলনের চেয়ারম্যান ডাঃ সন্দীপ চট্টোপাধ্যায়, সংগঠনের সর্বভারতীয় সভাপতি ডাঃ সুরেশ শঙ্খলা, বিশিষ্ট পেডিয়াট্রিক নিউরোসার্জেন ডাঃ কৌশিক শীল, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট চিত্র পরিচালক অপর্ণা সেন সহ বহু বিশিষ্টজন। সংগঠনের তরফে অন্যান্য বহু রোগব্যাধি ছাড়াও বাচ্চাদের স্পাইনাল বাইফিডা নামে মেরুদণ্ডের অসুখ নিয়ে আলোচনা করা হয়। এই অসুখে বাচ্চাটির বড় হওয়ার পর পায়ে দুর্বলতা দেখা দেয়। সমস্যার সমাধানে প্রাথমিক পর্যায়ে সার্জারি করা প্রয়োজন। এছাড়া হাইড্রোকেফালাস বা মাথায় জল জমা, মস্তিষ্ক ও মেরুদণ্ডে সংক্রমণ ও মেরুদণ্ডের অন্যান্য সমস্যাতেও সার্জারির প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করা হয়। কিন্তু, সমস্যা হল, সচেতনতার অভাবে বহু অভিভাবকই বাচ্চার অপারেশন করাতে চান না। চিকিৎসার এই নির্দিষ্ট শাখায় দেশজুড়ে চিকিৎসকের অভাবও একটি বড় সমস্যা।
0 Comments