bd news | করোনা থেকে বাঁচতে কী করবেন, ডুডলের মাধ্যমে জানাচ্ছে গুগল

করোনা থেকে বাঁচতে কী করবেন, ডুডলের মাধ্যমে জানাচ্ছে গুগল

bangla news,latest bangla news,west bengal,news,current news in bengali,bengali news,bengal news,bengali news live,today bengali news,bangla tv news,bangla news 24,google news,bangla news live,bangla news today,coronavirus news,bd news,news live,mytvbd news,english news,west bengal lockdown,top english news,bangla live news,breaking news in bengali,etv bangla news,latest english news,abp live news,live news
latest bangla news প্রশাসন, সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই করোনাভাইরাস থেকে মানব সভ্যতাকে বাঁচাতে নিজেদের মতো করে লড়াই করছেন। সেই পথে হেঁটে এবার এবার নতুন ডুডলের মাধ্যমে বার্তা দিল গুগল

নানা বিষয় নিয়ে মাঝে মধ্যেই ডুডল প্রকাশ করে, এ বার ঘরে থাকার বার্তা দিয়ে ডুডল তৈরির করল গুগল। ডুডলে দেখা যাচ্ছে, গুগলের লোগোর ছ’টি ইংরেজি অক্ষরকে পাঁচটি ঘরের মধ্যে রাখা হয়ে। প্রথম অক্ষরটি (জি) একটি বই পড়ছে। পরের দু’টি (ও, ও) একটি বড় ঘরে গান, বাজনা করছে। চতুর্থ (জি) ও ষষ্ঠ (ই) অক্ষর পরস্পরের সঙ্গে ফোনে চ্যাট করছে। আর তাদের মাঝের অক্ষর ‘এল’ শরীরচর্চা করতে ব্যস্ত, দুই হাতে দুটি ডাম্বল তুলে নিয়েছে।
করোনাভাইরাস নিয়ে গুগল বহুল প্রচারিত বার্তাটিই ফের একবার তুলে ধরেছে, ঘরে থেকে সময় কাটান। তাহলেই করোনাকে হারানো সম্ভব হবে।
লোগোর উপরে অ্যারোটি নিয়ে গেলেই আবার ইংরেজিতে ফুটে উঠছে, ‘ঘরে থাকুন। জীবন বাঁচান। করোনাকে আটকাতে সাহায্য করুন’। ডুডলটির নীচে একটি শেয়ার অপশনও রয়েছে। চাইলে ব্যক্তিগতভাবে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটি শেয়ারও করা যাবে। গুগলের মাধ্যমে বার্তা দিতে পারবেন প্রিয়জনদের, ‘ঘরেই থাকুন বাইরে যাবেন না। তাহলেই হারবে করোনা’।
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের সঙ্গে। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা, তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি প্রকাশযোগ্য বলে বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।) coronavirus news

সংবাদটি শেয়ার করুন

Post a Comment

0 Comments