করোনা সংক্রমণের আতঙ্ক রায়গঞ্জে অ্যাম্বুলেন্স ফেলে পালাল দুই চালক, খোঁজে পুলিস

করোনা সংক্রমণের আতঙ্ক
রায়গঞ্জে অ্যাম্বুলেন্স ফেলে
পালাল দুই চালক, খোঁজে পুলিস

Ambulance


করোনা আক্রান্ত রোগীদের নিয়ে আসবেন না। সংক্রমণের ভয়ে বিডিও অফিস থেকে পাঠানো অ্যাম্বুলেন্স রায়গঞ্জ হাসপাতালে ফেলে উধাও হয়ে গেলেন দুই চালক। শনিবার ঘটনাটি ঘটেছে। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে পুলিস দুই চালকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। খোঁজা হচ্ছে ওই দুই চালককে।
করোনা মোকাবিলায় একাধিক পরিকল্পনা নিয়েছে রাজ্য প্রশাসন। বিভিন্ন হাসপাতালে তৈরি করা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। আক্রান্তদের নিয়ে আসার জন্য হাসপাতালে রাখা হয়েছে অ্যাম্বুলেন্সও। জানা যাচ্ছে, রায়গঞ্জে করোনা মোকাবিলায় বিশেষ ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। এখনও পর্যন্ত এই জেলায় করোনা রোগীর খোঁজ না মিললেও প্রশাসন সব রকম পরিস্থিতির জন্য তৈরি। কয়েকদিন আগে বিডিও অফিস থেকে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স পাঠানো হয় করোনা সন্দেহে আক্রান্তদের নিয়ে আসার জন্য। এগুলি স্ট্যান্ডবাই হিসেবে রায়গঞ্জ হাসপাতালে রাখা হয়। করোনার উপসর্গ থাকা রোগীদের নিয়ে আসতে হবে একথা জানার পর দুটি অ্যাম্বুলেন্সের চালক আপত্তি জানান। তাঁদের বোঝানো হয়, ভয়ের কিছু নেই। তাঁরা যাতে সংক্রামিত না হন, সেকারণে প্রয়োজনীয় পোশাক ও সামগ্রী দেবে হাসপাতাল। কিন্তু সেকথা বিশ্বাস না করে আতঙ্কে শনিবার উধাও হয়ে যান ওই দুই চালক। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের খুঁজে না পেয়ে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ করে। তার ভিত্তিতে পুলিস কেস রুজু করে অ্যাম্বুলেন্সের নম্বরের ভিত্তিতে মালিককে খুঁজে বের করে। তাঁর মাধ্যমেই ওই দু’জনের খোঁজ পাওয়ার চেষ্টা চলছে। জরুরি পরিষেবার কাজে জড়িত থাকা ওই দুই চালকের লাইসেন্স বাজেয়াপ্ত করা যায় কি না, তা নিয়েও ভাবনাচিন্তা শুরু হয়েছে।


সংবাদটি শেয়ার করুন

Post a Comment

0 Comments