করোনা সচেতনতায় গান গাইলেন অভিজিৎ
অয়নকুমার দত্ত: গৃহবন্দি বলিউড! কিন্তু তার মধ্যেও করোনা আতঙ্কে দেশবাসীকে সাহস জোগাতে, সচেতন করতে এগিয়ে এসেছেন বি-টাউনের সেলিব্রিটিরা। কেউ হাত ধুয়ে পোস্ট করছেন তো কেউ ভিডিও পোস্ট করে বার্তা দিতে চাইছেন। সেই কর্মকাণ্ড থেকে পিছিয়ে নেই বলি-পাড়ার বাঙালি গায়ক অভিজিৎ ভট্টাচার্য। করোনা সংক্রমণ এড়াতে কী করণীয় তা নিয়ে গান বাঁধলেন তিনি। গান বাঁধলেন বলাটা ঠিক নয়, গান গাইলেন বলাটাই উপযুক্ত হবে। আর সেই গান তিনি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন। গায়কের আশা, এই গান শুনে তাঁর ফ্যান-ফলোয়াররা আরও বেশি সচেতন হবেন। Corona song by Avijit অভিজিৎকে গাইতে শোনা যাচ্ছে, ‘না হাত মিলা না, না বাহার যানা, ঘর মে হি পড়ে হ্যায়, বনধ হ্যায় পয়সা আনা... করোনা করোনা করো না।’ শাহরুখ খান ও রানি মুখোপাধ্যায় অভিনীত ‘চলতে চলতে’ ছবিতে তাঁরই গাওয়া জনপ্রিয় গান ‘তুম নে না যানা কে ম্যায় দিওয়ানা... শুনো না শুনো না শুন লো না’ গানটির সুর ব্যবহার করা হয়েছে এই করোনা-সঙ্গীতে।
আসলে তেজস গম্ভীর নামে এক যুবক ‘চলতে চলতে’ ছবির এই গানটিকে পরিবর্তন করে করোনা সচেতনতায় ‘না হাত মিলা না...’ গানটি গিটার সহযোগে গেয়ে ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। বিষয়টি দেখে অত্যন্ত খুশি হন অভিজিৎ। গায়কের বক্তব্য, ‘করোনা মহামারী নিয়ে আমি যেটা বলতে পারিনি, সেটা তেজস আমার গান ব্যবহার করে করেছে। ওকে স্যালুট।’ এরপরই তেজসের বাঁধা গানটি নিজে গেয়ে অভিজিৎ ওই যুবকের ভিডিওর পাশাপাশি পোস্ট করেছেন। সেলিব্রিটিদের এইসব উদ্যোগ এই মারণরোগ নিয়ে মানুষকে আদৌ কতটা সচেতন করতে পারে, সেটা দিন কয়েকের মধ্যেই বোঝা যাবে।
আসলে তেজস গম্ভীর নামে এক যুবক ‘চলতে চলতে’ ছবির এই গানটিকে পরিবর্তন করে করোনা সচেতনতায় ‘না হাত মিলা না...’ গানটি গিটার সহযোগে গেয়ে ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। বিষয়টি দেখে অত্যন্ত খুশি হন অভিজিৎ। গায়কের বক্তব্য, ‘করোনা মহামারী নিয়ে আমি যেটা বলতে পারিনি, সেটা তেজস আমার গান ব্যবহার করে করেছে। ওকে স্যালুট।’ এরপরই তেজসের বাঁধা গানটি নিজে গেয়ে অভিজিৎ ওই যুবকের ভিডিওর পাশাপাশি পোস্ট করেছেন। সেলিব্রিটিদের এইসব উদ্যোগ এই মারণরোগ নিয়ে মানুষকে আদৌ কতটা সচেতন করতে পারে, সেটা দিন কয়েকের মধ্যেই বোঝা যাবে।
0 Comments