current news in bengali | শেয়ার-বাজার দর: ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ

 শেয়ার-বাজার দর: ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ

National Stock Exchange NSE

current news in bengali: ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যেসব সংস্থার শেয়ার গতকাল লেনদেন হয়েছে শুধু সেগুলির বাজার বন্ধকালীন দরই নীচে দেওয়া হল।

বাজাজ অটো লিঃ ২,০৭৮.৯০
মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ২৮৬.০০
অশোক লেল্যান্ড ৪৪.৩০
মারুতি ৪,৯৫০.০০
টাটা মোটরস ৭০.৯৫
হিরোমোটর কর্প ১,৭৮৫.০০
ভারতী টেলি ৪৬৫.০০
আইডিয়া ৩.৩০
ভেল ২০.৬৫
ওএনজিসি ৬৫.০০
এনটিপিসি ৭৯.১০
কোল ইন্ডিয়া ১২৩.৯০
টাটা পাওয়ার ৩৫.০৫
সেইল ২১.৮০
ন্যাশনাল অ্যালু ২৯.০০
গেইল (ইন্ডিয়া) ৭৩.০৫
পাওয়ার গ্রিড ১৬০.৩০
ইনফ্রাটেল ১৫৭.০০
টিসকো ২৮১.০৫
ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ ২,৬০০.০০
হিন্দালকো ৯৫.০০
এসিসি ৯৮০.০০
অম্বুজা সিমেন্ট ১৪৩.৩০
আল্ট্রাসেমকো ৩,২৫৬.০০
আইটিসি ১৫৬.৮০
এইচডিএফসিলিঃ ১,৭৫৫.০০
এইচডিএফসি ব্যাঙ্ক ৮৯৮.০০
আইসিআইসিআই ব্যাঙ্ক ৩৩১.৫০
পিএনবি ৩৩.৩০
ব্যাঙ্ক অব বরোদা ৫৯.২০
ইন্ডাসইন্ড ব্যাঙ্ক ৪৪০.০০
অ্যাক্সিস ব্যাঙ্ক ৩৪৬.০০
হিন্দুস্থান ইউনিলিভার ২,১৭৯.০০
ডাবর ৪২৯.০০
ক্যাডিলা ২৫৯.০০
সিপলা ৩৯০.০০
অরবিন্দ ফার্মা ৩৬০.০০
লুপিন ৫৫৫.০০
গ্রাসিম ৪৬৮.০০
উইপ্রো ১৮০.৬০

 দেড় হাজার পয়েন্ট বাড়ল সেনসেক্স

current news in bengali: মুম্বই, ২০ মার্চ (পিটিআই): টানা চারদিন ধসের পর শুক্রবার সামান্য হলেও মাথা তুলে দাঁড়াল শেয়ার বাজার। করোনার জেরে তৈরি হওয়া আর্থিক অচলাবস্থা মোকাবিলায় ভারত সহ তামাম বিশ্ব পদক্ষেপ নিতেই এদিন ১ হাজার ৬২৭.৭৩ পয়েন্ট বাড়ে বম্বে শেয়ার বাজার সূচক সেনসেক্স। পাশাপাশি ৪৮২ পয়েন্ট বেড়ে জাতীয় সূচক নিফটি পৌঁছেছে ৮ হাজার ৭৪৫.৪৫ পয়েন্টে।
করোনা মোকাবিলায় বৃহস্পতিবারই জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ক্ষেত্রগুলির জন্য একটি আর্থিক টাস্কফোর্স গঠন করা হয়েছে। মোদি জানান, অর্থমন্ত্রকের আওতায় তৈরি এই টাস্কফোর্সই অদূর ভবিষ্যতে উদ্ভূত পরিস্থিতির পর্যালোচনা করবে। তারপর এদিন সপ্তাহের শেষদিনে ঘুরে দাঁড়াতে শুরু করে বম্বে শেয়ার বাজার। এক সময় ৩০ হাজার পয়েন্টও ছাড়িয়ে গিয়েছিল সেনসেক্স। যদিও বাজার বন্ধের সময় ১ হাজার ৬২৭.৭৩ পয়েন্ট বেড়ে শেয়ার সূচক থেমেছে ২৯ হাজার ৯১৫.৯৬ পয়েন্টে। এদিন যে সমস্ত সংস্থার শেয়ারের দাম বেড়েছে সেগুলি হল, ওএনজিসি, আল্ট্রাটেক সিমেন্ট, রিলায়েন্স ইন্ড্রাট্রিজ লিমিটেড, টিসিএস, টিসকো এবং এশিয়ান পেন্টস।

সংবাদটি শেয়ার করুন

Post a Comment

0 Comments