প্লাস্টিক ও স্টিলে করোনা বাঁচে ৭২ ঘন্টা, খবরের কাগজের মাধ্যমে ছড়ায় না

প্লাস্টিক ও স্টিলে করোনা বাঁচে ৭২ ঘন্টা,
খবরের কাগজের মাধ্যমে ছড়ায় না  

Coronavirus

ডাঃ প্রীতম রায়, কো-অর্ডিনেটর, পশ্চিমবঙ্গ বিশ্ব স্বাস্থ্য সংস্থা: কোভিড ১৯ বা নোভেল করোনা ভাইরাসের প্রভাব এখন দেশের বিভিন্ন প্রান্তে। সাধারণ মানুষের মধ্যেও নানাবিধ প্রশ্ন। কোনও জিনিস স্পর্শ করলে কি করোনা সংক্রামিত হতে পারে? এমনও সব চিন্তা ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। আমি বলতে চাই, কোনও তল বা সারফেসে এই ভাইরাস কতক্ষণ বেঁচে থাকতে পারে, তা স্পষ্ট নয়। কারণ এটি নতুন ভাইরাস। এর সম্পর্কে এখনও বিশেষ কিছু জানা যায়নি। তবে মনে করা হচ্ছে অন্যান্য করোনা ভাইরাসের মতোই এটি আচরণ করবে।
প্রাথমিকভাবে যা আমরা জানতে পেরেছি, একটি তল বা সারফেসে ভাইরাস কয়েক ঘণ্টা থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত বাঁচতে পারে। এটা নির্ভর করে সারফেসের ধরন ও আবহাওয়ার উপর। এর মধ্যেই একটি বড় প্রশ্ন যা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে, তা হল খবরের কাগজ কি নিরাপদ? বলব, কোনও ব্যক্তির থেকে বাণিজ্যিক পার্সেল ভাইরাস যুক্ত হওয়ার আশঙ্কা কম। তাই কাগজ ছুঁলে ভাইরাস আক্রান্ত হওয়ার আশঙ্কাও খুব কম। হু স্পষ্টই বলেছে, এই ভাইরাস প্লাস্টিক আর স্টিলে ৭২ ঘণ্টা পর্যন্ত বাঁচতে পারে। তামায় জীবিত থাকে ঘণ্টা চারেক। আইসিএমআর-এর বিশেষজ্ঞরা বলছেন, এটি হল শ্বাসজনিত রোগ। তাই খবরের কাগজ বা পার্সেল ছুঁলে ঝুঁকি নেই। ন্যাশনাল সেন্টার ফর ডিজিস কন্ট্রোল বলেছে, কাগজে ভাইরাস বেঁচে থাকবে, এমন প্রমাণ এখনও নেই। খবরের কাগজের মাধ্যমে করোনা ভাইরাস ছড়ানোকে স্রেফ গুজবও বলছেন।

Post a Comment

0 Comments