লিও মেসির খুব কাছাকাছি থাকবে ইনিয়েস্তা, মন্তব্য লুই এনরিকের


লিও মেসির খুব কাছাকাছি থাকবে ইনিয়েস্তা, মন্তব্য লুই এনরিকের 

Lionel Messi

মাদ্রিদ, ২৯ মার্চ: লায়োনেল মেসিই যে সর্বকালের সেরা ফুটবলার, তাতে কোনওরকম সংশয় নেই স্পেনের হেড কোচ লুই এনরিকের। প্রতিভার নিরিখে আর্জেন্তাইন মহাতারকাটির খুব কাছাকাছি অবশ্য তিনি রাখছেন আন্দ্রে ইনিয়েস্তাকে। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনার কোচ থাকাকালীন খুব কাছ থেকে মেসি এবং ইনিয়েস্তাকে দেখেছেন তিনি। তারই ভিত্তিতে স্পেনের জাতীয় দলের ফেসবুক পেজে এক প্রশ্নোত্তর অনুষ্ঠানে এনরিকে জানান, তাঁর মতে মেসিই সেরা। তারপরেই থাকবেন মিডফিল্ড জেনারেল ইনিয়েস্তা।
এনরিকে বলেন, ‘আমার দেখা সেরা ফুটবলার মেসিই। ওর মতো ফুটবলবোধ কারও মধ্যে নেই। বল পায়ে যা ইচ্ছে তাই করতে পারে। শুধু তাই নয়, অবিশ্বাস্য আত্মবিশ্বাস মেসির মূলধন। বছরের পর বছর একইরকম ধারাবাহিকতা ধরে রাখা মুখের কথা নয়। সেটাই অভ্যাসে পরিণত করেছে এলএমটেন। ওর পর যদি কাউকে রাখতে হয় তাহলে তার নাম আন্দ্রে ইনিয়েস্তা। স্প্যানিশ মিডিওটির খেলার ধরন অনেকটাই মেসির মতো।’
এদিন একই সঙ্গে তাঁর ফের বার্সায় ফেরার প্রসঙ্গেও মুখ খুলেছেন এনরিকে। তিনি বলেন, ‘বার্সেলোনায় কোচিং করানোর অভিজ্ঞতাই অন্যরকম। যদি সেই সুযোগ আবার আসে তা গ্রহণ করতে আমি তৈরি। তবে পেশাদার কোচ হিসেবে যে কোনও ভালো প্রস্তাবই আমি ভেবে দেখতে রাজি। তবে আমার হৃদয়ে বার্সার স্থান অন্য জায়গায়। ফুটবলার ও কোচ হিসেবে এই ক্লাবের হয়ে কিছু করতে পেরে আমি গর্বিত। কর্তা, সাপোর্ট স্টাফ ও অনুরাগীদের সারা জীবন মনে রাখব। ওদের কাছেও আমি চিরকৃতজ্ঞ।’
ব্যক্তিগত কারণে বেশ কয়েক মাস স্পেনের কোচের পদ থেকে দূরে ছিলেন লুই এনরিকে। তবে গত ১৯ নভেম্বর ফের স্পেনের কোচের পদে ফের দেখা যায় তাঁকে। দায়িত্ব নেওয়ার পরেই তার প্রধান লক্ষ্য ছিল, ইউরো কাপের জন্য দলকে প্রস্তুত করা। তবে করোনা ভাইরাসের জন্য আপাতত ইউরো কাপ এক বছর পিছিয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই অনেকটা বেশি সময় হাতে পাচ্ছেন তিনি। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত প্রস্তুতি শুরু করে দিতে চান। প্রসঙ্গক্রমে তাঁর মন্তব্য, ‘আমি মনে করি, স্পেনের খেতাব জয়ের যোগ্যতা রয়েছে। আর চিফ কোচ হিসেবে এটা আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ। কারণ, আ

Post a Comment

0 Comments