বাড়িতে বসে সূর্যাস্ত দেখছেন আলিয়া
সম্প্রতি আলিয়া ভাট ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে আলিয়া মুগ্ধ হয়ে সূর্যাস্ত দেখছেন। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, বাড়িতে থাকুন এবং সূর্যাস্ত দেখুন। শুধু তো আর দেখলেই হবে না। দেখার সেই মুহূর্তকে ফ্রেমবন্দিও করে রাখতে হবে। এখন এই ফ্রেমবন্দি করে রাখার কাজটি কে করবেন? কেন আলিয়ার বয়ফ্রেন্ড রণবীর কাপুর তো আছেনই। রণবীরই আলিয়ার সবচেয়ে প্রিয় ফোটোগ্রাফার। সে কথা কিন্তু নিজেই জানিয়েছেন আলিয়া। এই দু’জনকেই অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে দেখা যাবে। ছবিটি চলতি বছরের ৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। এখন শ্যুটিং বন্ধ হয়ে যাওয়ার পরে আদৌ নির্ধারিত সময়ে সেই ছবি মুক্তি পাবে কি না সেই নিয়ে তো সন্দেহ রয়েইছে।
------------------------------------------------------------------------------------
করোনা: ৫৫ লক্ষ টাকা দিলেন বরুণ
'দেশ হ্যায় তো ম্যায় হু'- এই সংকট কালে সকলেই বিষয়টা বেশ বুঝতে পারছেন। সোজাসাপটা এই কথাটাই ট্যুইটারে লিখে দিলেন অভিনেতা বরুণ ধাওয়ান। পাশাপাশি, করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকার ও মহারাষ্ট্র সরকারের ত্রাণ তহবিলে অর্থ সাহায্যও করেছেন তিনি। মোট ৫৫ লক্ষ টাকা অর্থ সাহায্য করেছেন এই অভিনেতা। কোভিড-১৯ রুখতে দেশজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। নজিরবিহীন সংকটের মুখে পড়েছে গোটা দেশ। মহামারি মোকাবিলায় আর্থিক সাহায্য নিয়ে এগিয়ে এসেছেন বি-টাউনের একাধিক তারকাসহ সেলিব্রিটিমহল। সেই তালিকায় পিছিয়ে থাকলেন না নায়ক বরুণও। তিনি কেন্দ্রীয় সরকারের ত্রাণ তহবিলে ৩০ লক্ষ টাকা এবং মহারাষ্ট্র সরকারের ত্রাণ তহবিলে ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য পাঠিয়েছেন।
0 Comments