বাংলা লোকগান চুরির অভিযোগ বাদশার বিরুদ্ধে


বাংলা লোকগান চুরির অভিযোগ বাদশার বিরুদ্ধে 

Badshah | Jacqueline

র‌্যাপার বাদশা এবং পায়েল দেবের গাওয়া 'গেন্দা ফুল' মিউজিক ভিডিও নিয়ে উত্তাল স্যোশাল মিডিয়া। এমন কোনও বাঙালি খুঁজে পাওয়া মুশকিল যে, 'বড়লোকের বেটি লো, লম্বা লম্বা চুল। এমন মাথায় বেঁধে দেব, লাল গেন্দা ফুল', এই গানটি শোনেননি। কিন্তু অনেকেই হয়ত জানেন না, এই গানটির স্রষ্টা বীরভূমের সিউড়িতে বসবাসকারী রতন কাহার। ১৯৭২ সালে রচিত এই গানটি পরে স্বপ্না চক্রবর্তীর কন্ঠে জনপ্রিয় হয়। সম্প্রতি সেই গানটি ব্যবহার করে, একটি মিউজিক ভিডিও তৈরি করেছে সোনি মিউজিক। যেখানে রতন কাহারের নাম পর্যন্ত উল্লেখ করা হয়নি। আর এতেই বেজায় চটেছে নেটিজেনরা। ভিডিওতে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে লাল পেড়ে শাড়িতে নাচতে দেখা যায়। বাংলার লোকগানের সঙ্গে চটুল নাচের এমন ব্যবহার দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন। প্রশ্ন উঠেছে এই গানের কথা নিয়েও। অনেকের মতে প্রবল নারীবিদ্বেষ উঠে এসেছে গানের কথার মধ্যে। অন্যদিকে নেটিজেনদের একাংশের মত, রতন কাহারের নাম উল্লেখ করলেই তো রয়্যালটির প্রশ্ন আসে। সেই কারণেই কৌশলে রতন কাহারের নাম এড়িয়ে গিয়েছে সোনি মিউজিক সংস্থা এবং র‌্যাপার বাদশা। 

Post a Comment

0 Comments